প্রকাশিত: Thu, Jan 12, 2023 7:20 AM
আপডেট: Sun, May 11, 2025 2:36 AM

আধুনিক ভারতের স্র্রষ্টা স্বামী বিবেকানন্দের জন্মদিন, তিনি ছিলেন ভারতে হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব

মারুফ হাসান: [] স্বামী বিবেকানন্দ ছিলেন- একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সংগীতজ্ঞ এবং ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রিয়বাদী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। অনেকে ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে বিভিন্ন ধর্মমতের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক স্থাপন এবং হিন্দুধর্মকে বিশ্বের অন্যতম প্রধান ধর্ম হিসেবে প্রচার করার কৃতিত্ব বিবেকানন্দকে দিয়ে থাকেন। ভারতে হিন্দু পুনর্জাগরণের তিনি ছিলেন অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তাঁর সবচেয়ে বিখ্যাত বক্তৃতা  হলো- ‘আমেরিকার ভাই বোনেরা ১৮৯৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোয় বিশ্ব ধর্ম মহাসভায় প্রদত্ত চিকাগো বক্তৃতা, যার মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে প্রথম হিন্দুধর্ম প্রচার করেন। [] স্বামী বিবেকানন্দ ১৮৬৩ সালের ১২ জানুয়ারি ভারতের উত্তর কলকাতার নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটের এক উচ্চবিত্ত কায়েস্ত দত্ত হিন্দু বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। বিবেকানন্দের পিতার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। বিবেকানন্দ ছিলেন বহুগুণে গুণান্বিত। [] প্রচণ্ড রকম মেধার অধিকারী স্বামী বিবেকানন্দ ১৮৭১ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইন্সটিটিউশনে ভর্তি হন। পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন।

সেই বছর তিনিই ছিলেন ওই পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ একমাত্র ছাত্র। এছাড়া তিনি জেনেরেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশনে পড়েছেন। ১৮৮১ সালে তিনি চারুকলা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ১৮৮৪ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। [] স্বামী বিবেকানন্দের রচিত গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘চিকাগো বক্তৃতা, ‘কর্মযোগ, ‘রাজযোগ, ‘জ্ঞানযোগ, ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বেদান্ত, ‘ভারতে বিবেকানন্দ, ‘ভাববার কথা, ‘পরিব্রাজক, ‘প্রাচ্য পাশ্চাত্য, ‘বর্তমান ভারত, ‘বীরবাণী (কবিতা-সংকলন) মদীয় আচার্যদেব ইত্যাদি। বিবেকানন্দ সংগীতজ্ঞ এর গায়কও ছিলেন। তাঁর রচিত দুটি বিখ্যাত গান হলো- ‘খণ্ডন-ভব-বন্ধন নাহি সূর্য নাহি জ্যোতি [] ১৯০২ সালের জুলাই তিনি মারা যান। ভারতে বিবেকানন্দকেবীর সন্ন্যাসী নামে অভিহিত করা হয় এবং তাঁর জন্মদিনটি ভারতে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হয়।